অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাস্ট-এর সেট থেকে আবারও দুঃসংবাদ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৩:১৩ পিএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৩:২৬ পিএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার

অভিনেতা অ্যালেক ব্যাল্ডউইনের বন্দুকের গুলিতে চিত্রগ্রাহক হ্যালিনা হাচিনস-এর করুণ মৃত্যুর পর আবারও দুঃসংবাদ এল 'রাস্ট' সিনেমাটির সেট থেকে। মাকড়সার কামড় খেয়ে এবার হাত খোয়ানোর পথে একজন ক্রু মেম্বার। মেট্রো নামক এক মার্কিন সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়। 

ওয়েস্টার্ন জঁরা'র এ সিনেমায় দুর্ঘটনার পর স্বভাবতই শ্যুটিং মুলতবি হয়ে যায়। নিউ মেক্সিকোর সান্টা ফে-তে শ্যুটিং-এর বাক্সপেটরা গোছানোর সময় সিনেমাটির একজন আলোকসম্পাতকারী জেসন মিলার একটি ব্রাউন রিক্লাজ মাকড়সার কামড় খান।

এ মাকড়সাগুলোর কামড়ে ত্বকের টিস্যুর কোষগুলো মারা যেতে পারে। এর ফলে শরীরের ওই অংশে পচন ধরা শুরু হয়। আর এমনটাই ঘটেছে মিলারের ক্ষেত্রে।

চিকিৎসকেরা ইতোমধ্যে কয়েকবার তার হাতে অস্ত্রোপচার করেছেন। মিলারের জন্য একটি গোফান্ডমি অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেখানে বলা হয়েছে মিলারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকেরা তার হাতটি বাঁচাতে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন।

পাঁচ হাজার ডলারের লক্ষ্য থাকলেও এখন অব্দি দশ হাজার ডলারের বেশি জমা পড়েছে মিলারের জন্য। 

অভিযোগ আছে, নিরাপত্তা নিয়ে অসন্তুষ্ট থাকায় এর আগে কয়েকজন ক্রু মেম্বার 'রাস্ট'-এর সেট ছেড়ে চলে গিয়েছিলেন।

এর আগে ২১ অক্টোবর রাস্ট’র সেটে অভিনেতা অ্যালেক বল্ডউইনের সিনেমায় ব্যবহৃত বন্দুকের গুলিতে বিদ্ধ হন ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করা হ্যালিনা হাচিনস। তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুরুতর জখমের কারণে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হন ৪৮-বছর বয়সী পরিচালক জোয়েল সুজাও। হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে সুস্থ আছেন তিনি।