অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরছে দর্শক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার   আপডেট: ১০:৫০ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার

বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকেই কোনো ক্রিকেট ম্যাচে দেখা যায়নি দর্শক। তবে পাকিস্তান সিরিজ দিয়েই মাঠে দেখা যেতে পারে খেলার প্রাণ নিয়ে আসাদের। এ ক্ষেত্রে কেবল টিকা নেওয়া দর্শকরাই মাঠে ঢুকার অনুমতি পেতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কথায় মিলেছে তেমনই ইঙ্গিত।

বাংলাদেশের করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভালোর দিকে। বিধিনিষেধও নেই কোথাও। তাই মাঠে দর্শক ফেরাতে মরিয়া বিসিবি। তবে এখনই পূর্ণ গ্যালারি দেখা যাবে না। আপাতত ফিরবে অর্ধেক দর্শক, এমনটি বলছেন বিসিবি প্রধান নির্বাহী।

তিনি বলেছেন, ‘পরিস্থিতি এখন অনেকটাই ভালো, তাই মাঠে দর্শক ফেরাতে চাই আমরা। তবে আপাতত ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। সরকারের সবুজ সঙ্কেত পেলে বিষয়টি চূড়ান্ত হবে। বর্তমান পরিস্থিতিতে আশা করি অনুমতি পেয়ে যাব। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ইতিবাচক ইঙ্গিতই দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। টিকা নেওয়া আছে যাদের, শুধুমাত্র তারাই মাঠে ঢুকতে পারবেন। বাচ্চারা যেহেতু টিকা পায়নি, তাদের জন্য এটা প্রযোজ্য হবে না। তারা আসতে পারবে। তবে সবটা সঠিক ভাবে এগোলে আমরা সরকারিভাবে ঘোষণা করব।’