চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর শিক্ষিকা রুমি বড়ুয়া হত্যা মামলায় তার স্বামী সাবেক সেনা সদস্য রিন্টু বড়ুয়াকে (৪১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী এলাকার ডা. কমল কান্তি বড়ুয়ার ছেলে।
সোমবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত ৫ম জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্তের আদালত এ রায় দেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রতন চক্রবর্তী জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে রাঙ্গুনিয়া থানায় দায়ের করা মামলায় স্বামী রিন্টু বড়ুয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, ২০১৭ সালের ১৩ আগস্ট রাতে রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নের বড়ুয়া পাড়া গ্রামে রুমি বড়ুয়াকে জবাই করে হত্যা করা হয়। নিহত রুমি বড়ুয়া বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
পারিবারিক সূত্র জানায়, ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভালোবেসে বিয়ে করেছিলেন রিন্টু বড়ুয়া ও রুমি বড়ুয়া। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ভালোভাবে চললেও পরে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য হতে শুরু করে। ছোট সেই মতদ্বৈততা রূপ নেয় ঝগড়ায়। এক পর্যায়ে স্ত্রী রুমিকে মারধর শুরু করে স্বামী রিন্টু। পরে ২০১৭ সালে এসে খুন করে ফেলে স্ত্রীকে। খুনের ৪ বছর পর এবার স্বামী শুনলেন মৃত্যুদণ্ডের আদেশ।