অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ বছর পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:২১ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার  

নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। তবে এসবকে পাত্তা না দিয়ে পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামীয় বছরের মার্চে পাকিস্তানে যাবে অস্ট্রেলিয়া। সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল দলটি। অর্থাৎ ইসলামাবাদের অজিদের পা পড়বে ২৪ বছর পর। 

এটি হবে একটি পূর্ণাঙ্গ সফর। যেখানে তিন টেস্ট ও তিন ওয়ানডের পাশাপাশি হবে একটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩ মার্চ করাচিতে। পরের টেস্টগুলো হবে রাওয়ালডিন্ডি ও লাহোরে। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিলের মধ্যে লাহোরে। 

তিন ম্যাচের টেস্ট সিরিজ হবে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে। আর ওয়ানডে তিনটি হবে ওডিআই সুপার লিগের অংশ হিসেবে। 

পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা বলেন, অস্ট্রেলিয়াকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি। ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে অস্ট্রেলিয়াকে পাওয়া ভক্তদের আনন্দ দেবে।