অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেঘদল ব্যান্ড দলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩৪ এএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার   আপডেট: ১১:৩৮ এএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাংলাদেশের ব্যান্ড দল মেঘদলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে। 

মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান রবিবার ০২ নভেম্বর মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম আবেদন গ্রহণ করে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। 

সোমবার (৮ নভেম্বর) সকালে মামলার বাদী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৮ অক্টোবর মেঘদলের সাত জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন ইমরুল হাসান । আদালত বাদীর জবানবন্দি নিয়ে আদেশের জন্য ৩১ অক্টোবর দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলেন, মেঘদলের ভোকাল শিবু কুমার শিল, মেজবা-উর রহমান সুমন,  গিটারিস্ট- ভোকাল রাশিদ শরীফ শোয়েব, বেজ গিটারিস্ট এম জি কিবারিয়া, ড্রামার আমজাদ হোসেন, কিবোর্ড এর তানভির দাউদ রনি, বাঁশি’র সৌরভ সরকার।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ২৬ অক্টোবর তিনি বাসায় অবস্থানকালে সকাল ৭ টার দিকে ইউটিউবে ঢুকেন। বিভিন্ন ভিডিও দেখাকালে দেখতে পান প্রিয় নবী হযরত মোহাম্মাদ (স:) এর একটি দোয়া বা ইসলামি প্রার্থনা তথা তালবিয়া নিয়ে ইসলামে নিষিদ্ধ বাদ্য বাজনা তথা আধুনিক মিউজিক ইন্সট্রুমেন্ট দিয়ে বিকৃত সুরে গান আকারে বিকৃতাকারে অশ্রদ্ধার সাথে উদ্দেশ্যমূলকভাবে মাতালের ন্যায় গাওয়া হচ্ছে। এ দোয়া বা হাদীস বা প্রার্থনা প্রতিটি মুসলিম মানুষের কাছে বিশুদ্ধ এবং পবিত্র। এ দোয়া বা প্রার্থনা সাধারনত হজের সময় বিনয়ের সাথে শ্রদ্ধাভক্তির সাথে পাঠ করা হয়। 

এজাহারে আরও বলা হয়, গানের অনুষ্ঠানটি টিএসসিতে ভাস্কর্য এর সামনে করা হয় এবং পিছনে সাইনবোর্ড আকারে লেখা ছিল সহিংসতা। গানের মধ্যে আরো দেখা যায় যে, কালিমার অংশও গানের তালে পাঠ করা হয়। এ গান তার ধর্মানুভূতিতে আঘাত হেনেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় পরে তিনি কদমতলী থানায় মামলা করতে যান। তবে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহন না করে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। মামলার আবেদনে আসামিদের বিরুদ্ধে  গ্রেপ্তারি পরোয়ানায় জারির আবেদন করেন এই বাদী।