টানা সাতবার র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করলেন জকোভিচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ৭ নভেম্বর ২০২১ রোববার
সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ
প্যারিস মাস্টার্সের ফাইনাল নিশ্চিতের মাধ্যমে টানা সাত বছরের মত বিশ্ব এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে থেকে বছর শেষ করার রেকর্ড গড়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। শনিবার সেমিফাইনালে জকোভিচ ৩-৬, ৬-০, ৭-৬ (৭/৫) গেমে পোল্যান্ডের হাবার্ট হারকাজকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছেন।
শীর্ষ বাছাই এই সার্বিয়ানের বিপক্ষে কাল পোলিশ তারকা হাবার্ট বেশ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। ইতোমধ্যেই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে হাবার্ট বছরের শেষ টুর্ণামেন্ট এটিপি ফাইনালে জায়গা করে নিয়েছেন।
কালকের ম্যাচের শুরুটাও তার দুর্দান্ত হয়েছিল। প্রথম সেটে তিনি জকোভিচকে দাঁড়াতেই দেননি। ৩-৬ গেমে জয়ী হয়ে বিস্ময়কর কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পরের দুই সেটে ঘুড়ে দাঁড়ান জকোভিচ। দ্বিতীয় সেটে ৬-০ ব্যবধানে হারলেও তৃতীয় সেটে অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন হাবার্ট। শেষ পর্যন্ত টাই ব্রেকাওে ৭-৬ গেমে হার মেনে নিতে হয়েছে।
টুর্নামেন্টের ষষ্ঠ শিরোপা লক্ষ্যে রাশিয়ান ডানিল মেদভেদেভের বিপক্ষে ফাইনালে খেলতে নামবেন জকোভিচ। আরেক সেমিফাইনালে মেদভেদেভ ৬-২, ৬-২ গেমের সরাসরি সেটে আলেক্সান্দার জেভরেভকে পরাজিত করেছেন।