উইন্ডোজ ৭, ৮, ৮.১-এ বন্ধ হতে যাচ্ছে ওয়ানড্রাইভ সেবা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ৭ নভেম্বর ২০২১ রোববার আপডেট: ০৩:৪৩ পিএম, ৭ নভেম্বর ২০২১ রোববার
এবার পুরনো উইন্ডোজ ভার্সনগুলোতেও ওয়ানড্রাইভ সিংক্রোনাইজেশন সেবা বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। ২০২২ সালের জানুয়ারির ১ তারিখ থেকে উইন্ডোজ ৭, ৮, ও ৮.১-এ ওয়ানড্রাইভ আপডেট সেবা বন্ধ হয়ে যাবে এবং ১ মার্চ থেকে এটি কম্পিউটারে থাকা ব্যক্তিগত ফাইলগুলো আর ক্লাউড স্টোরেজে স্বয়ংক্রিয়ভাবে আপলোড করবে না।
এর আগে ২০২১ সালের অগাস্টে ম্যাকওএস-এর কিছু পুরনো ভার্সনে ওয়ানড্রাইভ সেবা বন্ধ করার ঘোষণা দেয় এই টেক জায়ান্ট।
নতুন প্রযুক্তি ও অপারেটিং সিস্টেমের ওপর বেশি আলোকপাত করার উদ্দেশে এ সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীদেরকে উইন্ডোজ ১০ বা উইন্ডোজ ১১-তে আপগ্রেড করার পরামর্শ দিয়েছে কোম্পানিটি। তবে চাইলে ব্যবহারকারী ওয়ানড্রাইভ ওয়েব অ্যাপে ম্যানুয়ালি ফাইল সংরক্ষণ করতে পারবেন।