অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টয়লেট নষ্ট, ডায়াপারেই ভরসা স্পেসএক্স ক্রুদের

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার   আপডেট: ০৬:৩৮ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার

'দ্য বিগ ব্যাং থিওরি'র হাওয়ার্ড ওয়ালোউইটজ আন্তর্জাতিক স্পেস স্টেশনের জন্য টয়লেট তৈরি করে পাঠিয়ে দেওয়ার পর টের পেয়েছিলেন আর দশটা কাজের মতো এ কাজটাও তিনি কেঁচে দিয়েছেন। তার বানানো টয়লেট নষ্ট হয়ে যাওয়ায় ব্যবহার করতে পারেননি নভোচারীরা। পরে তাদেরকে মহাকাশ স্টেশনের বাইরে বেরিয়ে টয়লেট ঠিক করার কাজটাও সারতে হয়।

স্পেসএক্স-এর ক্রু-২ মিশনের জন্য ব্যবহৃত ড্রাগন মহাকাশযানের টয়লেট যিনি বানিয়েছেন তিনি হয়তো নিজেকে এ মুহূর্তে হাওয়ার্ডের স্থানে কল্পনা করছেন। কারণ এই ক্যাপসুলের ভেতরের টয়লেটে ত্রুটি ধরার পর এটি আর ব্যবহার করা যাচ্ছে না। তার বদলে নভোচারীদের পৃথিবীতে ফেরার সময় বিশেষভাবে তৈরি ডায়াপার পরে থাকতে হবে।

মহাকাশযানটির টয়লেট থেকে প্রস্রাব বেরিয়ে তা মেঝেতে জমা হয়েছিল। এই সমস্যা প্রথম ধরা পড়ে স্পেসএক্স-এর একটি প্রাইভেট ফ্লাইট চলাকালীন। পরে এটি ঠিক করা হলেও মহাকাশে পাঠানোর পর টয়লেটটি আবার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। তবে প্রকৌশলীরা নিশ্চিত করেছেন এতে করে মহাকাশ থেকে ফেরার পথে কোনো যান্ত্রিক গোলযোগের সম্মুখীন হবে না ড্রাগন।

আগামী সোমবার এই নভোচারীদের পৃথিবীতে ফেরার কথা রয়েছে। তারা স্পেসএক্স ক্যাপসুলে দীর্ঘ ২০ ঘণ্টা ভ্রমণ করার পর পৃথিবীতে অবতরণ করবেন।
নভোচারী মেগান ম্যাকআর্থার এ ঘটনাকে 'চলনসই ও কাজ চালিয়ে নেওয়ার মতো' বলে অভিহিত করেছেন। তবে তিনি এ অসুবিধা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেনা না। তিনি সহ আরও তিন নভোচারী শেন কিমব্রো, আকিহিকো হোশিদে, থমাস পেসকাত দীর্ঘ ছয় মাস পর পৃথিবীতে ফিরে আসবেন।