রবিবার সকাল থেকে চট্টগ্রামের ধর্মঘট প্রত্যাহার
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:২২ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার
আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম পরিবহন মালিক সমিতির একাংশ। চট্টগ্রাম মেট্টোপলিটন বাস মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন এই তথ্য জানিয়েছেন।
বেলায়েত হোসেন জানান, জ্বালানি তেলের মূল্য দাম বাড়ার কারণে পরিবহন ধর্মঘট ডেকেছি। আমাদের দাবি পরিষ্কার- হয় সরকার পরিবহন ভাড়া বৃদ্ধি করবে অথবা তেলের দাম আগের মতো রাখবে। যেহেতু ধর্মঘট এবং পরবর্তী করণীয় নিয়ে রবিবার উচ্চ পর্যায়ে বৈঠক আছে। তাই আমরা আমাদের সমিতিভুক্ত চারটি সংগঠন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
এই পরিবহন নেতা আরও বলেন, নগরীতে কিছু পরিবহন শ্রমিক পিকেটিং করে যানবাহন চলাচলে বাধা দিচ্ছে। আমরা মনে করি সরকারকে বেকায়দায় ফেলতে একটি গ্রুপ ধর্মঘটের আড়ালে নৈরাজ্য সৃষ্টি চেষ্টা চালাচ্ছে। কারণ পরিবহন ধর্মঘটে পিকেটিং করা হয় না।
উল্লেখ্য ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে শুক্রবার থেকে সারাদেশে এই ধর্মঘট ডেকেছে বাস-ট্রাক মালিক সমিতির নেতারা।