টুইটার সার্চে নতুন সুবিধা
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার আপডেট: ০৩:২৩ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার
সম্প্রতি নতুন এই সার্চ সুবিধাটি দিচ্ছে টুইটার
কিছু কিছু আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারী এখন থেকে টুইটারে যে কারও প্রোফাইলে গিয়ে টুইট খুঁজতে পারবেন। সম্প্রতি নতুন এই সার্চ সুবিধাটি দিচ্ছে টুইটার।
এখন থেকে কারও প্রোফাইলে গেলে ওপরের ডান পাশে একটি সার্চ আইকন দেখা যাবে, যেখানে কিওয়ার্ড লিখে ওই প্রোফাইলের ভেতর তথ্য খোঁজা যাবে। ফেইসবুকে এ সুবিধাটি আগে থেকেই ছিল।
টুইটারে এ কাজটি করতে গেলে অ্যাডভান্সড সার্চ অপশনে গিয়ে করতে হতো। এখন ব্যবহারকারীদের জন্য তথ্য খোঁজা আরও সহজ হয়ে গেল।
তবে সব আইওএস ব্যবহারকারী কিন্তু এখনি এই সুবিধা পাচ্ছেন না। ধীরে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। অন্যদিকে অ্যান্ড্রয়েড, ও টুইটার ওয়েব ব্যবহারকারীরা আরও পরে এ সুবিধাটি উপভোগ করতে পারবেন।
বর্তমানে পুরানো টুইটারের জের ধরে অনেক ব্যবহারকারীকে ব্যক্তিজীবনে ও কর্মক্ষেত্রে বিব্রত অবস্থার মুখে পড়তে হচ্ছে। এখন থেকে এই টুল ব্যবহার করে পুরনো টুইট সহজেই মুছে ফেলা যাবে। তবে এর চেয়ে ভালো কাজ হলো অপ্রয়োজনীয় ও অশালীন টুইট করা থেকে বিরত থাকা।