অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চবির ‘এ’ ইউনিটে পাস ৪৬ শতাংশ, ফল প্রকাশ সন্ধ্যায়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, চবি

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ২০ হাজার ৬১৮ জন শিক্ষার্থী। শতকরা হিসেবে যা ৪৫ দশমিক ৯৯ শতাংশ। ফেল করেছেন ২৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী।

শুক্রবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির জয়েন কো-অর্ডিনেটর অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

তিনি বলেন, প্রাথমিকভাবে ‘এ’ ইউনিটে পাসের হার ৪৬ শতাংশ। ফলাফল দুপুরে আমরা আইসিটি সেলে পাঠিয়ে দিব। আশা করছি সন্ধ্যার মধ্যে ওয়েবসাইট প্রকাশ করা হবে।

এর আগে গত ১ ও ২ নভেম্বর চার শিফটে ‘এ’ ইউনিটে ৬৮ হাজার ৯১ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৬ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ২৬৬ জন।