অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপে বাংলাদেশের অর্জন শূণ্য, অজিদের কাছে ৮ উইকেটের হার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার  

নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে বিশ্বকাপ থেকে একেবারে খালি হাতে ফিরছে টাইগার বাহিনী।

ম্যাচের শুরুতে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারে ৭৩ রানেই অলআউট হয়ে যায় রিয়াদরা। জবাবে মাত্র ৬.২ ওভারে ৮ উইকেট হতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অজিরা।

দলটির পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এছাড়া ডেভিড ওয়ার্নার ১৮ ও মিচেল মার্শ করেন ১৬ রান। দুইটি উইকেট নিয়েছেন তাসকিন ও শরীফুল।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আজও চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। সর্বোচ্চ ১৯ রান করেছেন শামীম হোসেন। এছাড়া নাঈম শেখ ১৭ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৬ রান। বাকিদের মধ্যে আর কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। সবাই কেবল আসা-যাওয়ার মিছিলে ছিল।

অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেছেন এডাম জাম্পা। নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় উইকেটগুলো সংগ্রহ করেন তিনি। এছাড়া মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড ২টি করে এবং একটি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।