সাত ওভারেই ৫ উইকেট নেই টাইগারদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
সুপার টুয়েলভেই শেষ বিশ্বকাপ যাত্রা। শেষ ম্যাচটা শুধু বাংলাদেশের জন্য সম্মান রক্ষার। তবে অস্ট্রেলিয়ান বোলারদের তোপে সেই সম্মান রক্ষা হবে কিনা, সংশয় দেখা দিয়েছে শুরুতেই। সাত ওভারেই ৫ উইকেট হারিয়ে বড় হারের লজ্জায় পড়েছে টাইগাররা।
টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের বিপক্ষে প্রথম ওভারে বল হাতে নেন মিচেল স্টার্ক। নাঈম শেখকে প্রথম দুই বলেই করেন ইয়র্কার। দ্বিতীয় বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে আসেন লিটন দাস।
লিটন দাসকেও ইয়র্কার দিয়ে স্বাগত জানান মিচেল স্টার্ক। বলটি লিটনের ব্যাটের কানায় লেগে ভেঙে দেয় স্ট্যাম্প। ফলে গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।
ওয়ানডাউনে নেমে ভালো কিছু করতে পারেননি সৌম্য সরকারও। হ্যাজেলউডের করা দ্বিতীয় ওভারেই ইনসাইড এজ হয়ে সাজঘরে ফেরেন ৫ রান করে।
সৌম্যের পর সাজঘরের পথ ধরেন মুশফিকুর রহিমও। দলীয় ১০ রান হতেই ম্যাক্সওয়েলের বলে এলবিডব্লিউর শিকার হন মি. ডিপেন্ডেবল।
পরে ড্রেসিং রুমের পথ ধরেন নাঈম শেখ ও আফিফ হোসেনও। হ্যাজেলউডের বলে প্যাট কামিন্সের হোতে ক্যাচ দেন নাঈম। আর জাম্পার বলে স্লিপে অ্যারন ফিঞ্চের মুঠোবন্দি হন আফিফ।
আট ওভার শেষে বাংলাদেশে সংগ্রহ এখন ৪৬-৫।