আবারও আইসিসির মাস সেরার দৌড়ে সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, পাকিস্তানের আসিফ আলি এবং নামিবিয়ার ডেভিড ভিসা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব ও সুপার টুয়েলভ বিবেচনায় তাদের মনোনিত করা হয়েছে।
বিশ্বকাপের বাংলাদেশের সুপার টুয়েলভ নিশ্চিতে বড় অবদান রাখেন সাকিব। ইনজুরির কারণে বিশ্বকাপ ছাড়ার আগের ম্যাচেও রেখেছন নিজের ছাপ। এসময় ছয় টি-টোয়েন্টিতে সাকিবের ব্যাট থেকে এসেছে ২১.৮৩ গড়ে ১৩১ রান। এর আগে জুলাই মাসে সেরা ক্রিকেটার নির্বাচিত হন সাকিব।
তবে মাস সেরার দৌড়ে তাকে এগিয়ে দিয়েছে বোলিংটাই। এসব ম্যাচে ১১.১৮ গড়ে ১১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তার ইকোনমি রেট ছিল ৫.৫৯।
অন্যদিকে ম্যাচের শেষ দিকে নেমে পাকিস্তানের ফলাফলে প্রভাব রেখেছেন আসিফ আলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে ২৭ রানের ইনিংসের পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে করেন ছয় বলে ২৪ রান।
আর নামিবিয়ার হয়ে বিশ্বকাপ খেলা ডেভিড ভিসা মনোনয়ন পেয়েছেন তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য। দলকে সুপার টুয়েলভে নেয়ার পেছনে ছিল তার বড় অবদান। পাঁচ ম্যাচে তার ২৭ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১৬২ রান। নেদারল্যান্ডস এর বিপক্ষে তার ২৮ বলে অপরাজিত ৬৬ রানের জন্যই সুপার টুয়েলভ নিশ্চিত করে তার দল। পাশাপাশি ৭.২৩ ইকোনমিতে নিয়েছেন সাত উইকেট।