পরের বিশ্বকাপের জন্যও গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার আপডেট: ১২:০৯ পিএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
অনেক স্বপ্ন নিয়ে আসা বিশ্বকাপ এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। প্রশ্ন উঠেছে দলের টি-টোয়েন্টি সামর্থ্য নিয়েও। দলে নেই লড়াইয়ের মানসিকতার কোনো ছাপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি হয়তো না খেলতে পারলেই বাঁচে টাইগাররা। এ বিশ্বকাপের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ না হলেও পরের বিশ্বকাপের জন্য এর গুরুত্ব কম নয়।
এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে দলগত বা ব্যক্তিগত কোনো অর্জনই নেই বাংলাদেশের। র্যাংকিংয়ের ৬-এ থেকে আসর শুরু করে টানা চার হারে বাংলাদেশ এখন র্যাংকিংয়ের ৯-এ আছে। টানা হারের প্রভাব শুধু যে র্যাংকিংয়ে পড়ছে তা নয়। আগামী বিশ্বকাপেও ভুগতে হতে পারে এর জন্য।
আইসিসির নিয়ম বলছে, এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন-রানার্সআপ দলসহ আসর শেষে র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে। শীর্ষ ১২'র বাকি চার দলকে প্রথম রাউন্ডের গণ্ডি পার হয়ে আসতে হবে।
এবার প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে হারে যে শঙ্কা তৈরি হয়েছিল আগামীতে অস্ট্রেলিয়াতেও প্রথম রাউন্ডের গণ্ডি পার করতে নিশ্চিতভাবেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা শুধু এবারের বিশ্বকাপের জন্য না, আগামী আসরের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ।
২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের নবম স্থানে আছে মাহমুদউল্লাহর দল। ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৫ রেটিং বেশি পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে। অজিদের বিপক্ষে জয় বাংলাদেশকে তুলে নেবে সপ্তম স্থানে।
বিশ্বকাপে এর আগে চার দেখায় কখনোই অজিদের হারাতে পারেনি বাংলাদেশ দল। পরিস্থিতি কিংবা সামর্থ্য কোনোকিছুই পক্ষে নেই এবারো। তারপরও জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। শেষটা অন্তত হাসি মুখে হোক টিম টাইগার্সের।