স্বাস্থ্যের ফাইল গায়েবের ঘটনায় ৬ কর্মচারীকে সিআইডির জিজ্ঞাসাবাদ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রোববার আপডেট: ০৫:১৮ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রোববার
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ থেকে কেনাকাটার ১৭টি নথিসহ একটি ফাইল গায়েব হয়ে যাওয়ার ঘটনায় মন্ত্রণালয়ের ছয় কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
**স্বাস্থ্যের নথি উধাও ঘটনার তদন্তে সিআইডি
ঘটনা তদন্তে রবিবার সিআইডির একটি দল স্বাস্থ্য মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের ২৯ নম্বর কক্ষ থেকে ১৭টি নথি হারানোর কথা জানিয়ে গত বৃহস্পতিবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ হোসাইনের কক্ষে (ভবন নং-৩, কক্ষ নং-২৯) ক্রয় ও সংগ্রহ শাখা-২ এর সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জোসেফ সরদার এবং সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকার হেফাজতে থাকা ১৭টি ফাইল পাওয়া যাচ্ছে না।
জিডি সূত্রে জানা যায়, গত বুধবার সংশ্লিষ্টরা অফিস করে নথিগুলো ফাইল ক্যাবিনেটে রাখেন। পরবর্তী সময়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাজ করতে গিয়ে দেখেন ফাইলগুলো ক্যাবিনেটে নেই।