ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রোববার
বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পর কুতুবদিয়ার ঘাটের কাছাকাছি এলাকায় ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১২ জেলে দগ্ধ হয়েছেন। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে।
এর মধ্যে ৯ জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ট্রলারটি আগুনে পুড়ে গেছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর হায়দার জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে একটি ট্রলার কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ঘাটের কাছাকাছি আসলে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
সেখানে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উক্ত ট্রলারে থাকা জেলেরা দিগ্বিদিক ছোটাছুটি করে পানিতে ঝাঁপ দেয়। এতে ১২ জেলে দগ্ধ হয়।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
বাকিদের প্রাথমিকভাবে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।