অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৪৩তম বিসিএসের প্রিলিমিনারিতে বসেছেন ৪ লাখের বেশি পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার   আপডেট: ১১:৪২ এএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার

দেশের ৮ বিভাগের ৩৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার (২৯ অক্টোবর) এ পরীক্ষার আয়োজন করা হয়েছে

দেশের ৮ বিভাগের ৩৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার (২৯ অক্টোবর) এ পরীক্ষার আয়োজন করা হয়েছে

সরকারি কর্মকমিশনের (পিএসসি) আওতায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। দেশের ৮ বিভাগের ৩৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার (২৯ অক্টোবর) এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী। স্বাস্থ্যবিধি মানার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 

নম্বর বণ্টন
২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার সময় ২ ঘণ্টা। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটির জন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া।
শুরুতে আবেদনের শেষ সময় এ বছরের ৩১ জানুয়ারি করা হলেও পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশে সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়।

৪৩তম বিসিএসের মাধ্যমে সরকার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে নিয়োগ হবে ৩০০ জন। পুলিশের এএসপি পদে নিয়োগ হবে ১০০ জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হবে ২৫ জনকে।

শিক্ষায় সবচেয়ে বেশি ৮৪৩ ক্যাডার নিয়োগ দেয়া হবে। এ ছাড়া অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন পদে ৭৫ ও অন্যান্য ক্যাডারে নিয়োগ দেয়া হবে ৩৮৩ জনকে।