অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শুরুতেই ব্যাটিং বিপর্যয়, চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার   আপডেট: ০৪:৩০ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার

শত সমালোচনা সত্তেও লিটন দাসের উপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সে আস্থার প্রতিদান দিতে পারলেন না এই ওপেনার। তারসঙ্গে আজ যোগ দিয়েছেন নাইম শেখও। ফলে ম্যাচের শুরুতেই চাপে পড়েছে দল। 

শ্রীলঙ্কার বিপক্ষে জোড় ক্যাচ মিস করেছেন। ব্যাট থেকেও আসছে না রান। তাই পাহাড়সম চাপ নিয়েই ইয়ন মরগানদের বিপক্ষে মাঠে নামেন লিটন দাস। প্রথম বল থেকেই তাকে দেখা যাচ্ছিল অনেকটাই অস্থির।

মইন আলীর করা প্রথম বল থেকেই ব্যাট চালান লিটন। প্রথম তিন বলে সফল না হলেও পঞ্চম বলেই বাউন্ডারি আদায় করেন বোলারের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে। পরের বলেও কাভার অঞ্চল দিয়ে আসে চার রান। 

ক্রিস ওকস এর করা পরের ওভারে রান তোলার চেষ্টা করলেও সফল হননি দুই ওপেনার। সে ওভারে আসে তিন রান। 

পরের ওভারে মইন আলী বোলিংয়ে আসলে আবারও ব্যাট চালান লিটন। কিন্তু আগের ম্যাচগুলোর মতো এবারও জলদি মাঠ ছাড়েন এই ডানহাতি। লিভিংস্টনের হাতে ক্যাচ দেয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮ বলে।

 তার পরের বলেই ক্যাচ তুলে দেন নাঈম শেখ। ১৩ রানেই জোড়া উইকেট হারিয়ে এখন চাপে পড়ে দল। সে চাপ আরও বাড়িয়ে দেন সাকিব আল হাসান। ক্রিস ওকসের বলে মুঠোবন্দি হন আদিল রশিদের। পাওয়া প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ২৭-৩।