টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার
আইসিসির চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট ও বলে হাতে সমান দাপট দেখিয়ে তার পুরস্কার হাতেনাতে পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের মোহাম্মদ নবীর কাছে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানো সাকিব সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠে এসেছেন।
বুধবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাকিবের শীর্ষস্থান পুনরুদ্ধার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন সাকিব। এখন পর্যন্ত ১৩ উইকেট নিয়ে আছেন সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে। এছাড়া ব্যাট থেকেও এসেছে ১১৪ রান। বাংলাদেশের জেতা দুই ম্যাচেই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
এই সুবাদেই সাকিবের র্যাটিং বেড়ে হয়েছে ২৯৫। আর দুই নম্বরে থাকা মোহম্মান নবীর র্যাটিং ২৭৫।