ব্যাটিংয়ে বাংলাদেশ, লিটনে আবারও আস্থা, একাদশে শরিফুল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার আপডেট: ০৩:৩৯ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে ঢাকা ছাড়ে বাংলাদেশ। কাঙ্খিত লক্ষ্য পূরণে আজ ইংল্যান্ডের বিপক্ষে জিততেই হবে, সমীকরণ অনেকটা এমনই।
ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের পথচলা ১৬ বছর পার হতে চললেও কখনই টুর্নামেন্টের ফেভারিট ইংল্যান্ডের মুখোমুখি হয়নি বাংলাদেশ। চলতি বছর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও তা পিছিয়ে দেয়া হয়েছে। তাই এই ফরম্যাটে ইংল্যান্ড অনেকটা অচেনাই।
বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে অলআউট করে ছয় উইকেটের জয় পেয়েছে ইয়ন মরগান বাহিনী। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের আগে অনুশীলনে চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিঁটকে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তার পরিবর্তে স্কোয়াডে নেয়া হয়েছে রুবেল হোসেনকে। এছাড়া নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়লেও ম্যাচ খেলতে সমস্যা নেই বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এদিকে জোড়া ক্যাচ মিস করার পাশাপাশি ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বাদ দেয়া হয়নি লিটন দাসকে। তার উপর আবারও আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। একাদশে সাইফুদ্দিনের পরিবর্তে নেয়া হয়েছে শরিফুল ইসলামকে।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, জস বাটলার, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, অইন মরগ্যান, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমাল মিলস।