বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় দেখতে চেয়েছিলেন আকরাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার আপডেট: ০৬:৩৯ পিএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার
ওয়াসিম আকরাম
বিশ্বকাপ মঞ্চে কখনোই ভারতকে হারাতে না পারার একটা দুঃখ ছিল পাকিস্তান ফাস্ট বোলার ওয়াসিম আকরামের। জীবনে অন্তত একবার ভারতের বিপক্ষে বিশ্বকাপে পাকিস্তানের জয় দেখতে চেয়েছিলেন এ ফাস্ট বোলিং কিংবদন্তী।
অবশেষে আশা পূরণ হয়েছে আকরামের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। আর সেই জয়টি এসেছে ভারতের বিপক্ষে। শারজাহতে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এতে বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে নিজেদের জয়ের খড়া কাটালো পাকিস্তান।
১৯৯২ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ থেকে সব আসরেই ভারতের বিপক্ষে খেলছে পাকিস্তান। ২০০৭ সাথে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে, বিশ্ব মঞ্চে ১২ ম্যাচ খেলেছে ভারত আর পাকিস্তান। সবগুলোতেই হেরেছিলো পাকিস্তান। অবশেষে ১৩তম অভিযানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের মুখ দেখলো পাকিস্তান। তাও আবার একেবারে ১০ উইকেটের জয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সাথে আলাপকালে ওয়াসিম আকরাম জানিয়েছে, নিজের জীবদ্দশায় বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় দেখতে মুখিয়ে ছিলেন। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।
আকরাম বলেন, ‘আমার জীবদ্দশায় দেখতে চেয়েছিলাম বিশ্বকাপের কোন ম্যাচে ভারতকে হারিয়েছে পাকিস্তান। আমি তা দেখে ফেলেছি এবং জয়টি ছিল খুবই আনন্দায়ক।’