অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মালয়েশিয়ায় বিদেশি কর্মী প্রবেশে নতুন নিয়ম

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৪:১১ পিএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার

নতুন বিদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশে বাধ্যতামূলক ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা জাইনউদ্দিন। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ অক্টোবর) দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানানের সঙ্গে এক যৌথ বৈঠকের পর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি আরও বলেন, বিদেশি কর্মীদের শুধুমাত্র কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং কেএলআইএ-২ হয়ে দেশে প্রবেশ করতে পারে। এছাড়া এসব বিদেশি কর্মীদের সাবাহ এবং সারাওয়াকে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
 
এর আগে গত ৩ অক্টোবর মালয়েশিয়ার শিল্প, বৃক্ষরোপণ ও পণ্যমন্ত্রী দাতুক জুরাইদা কামারুদ্দিন জানিয়েছেন অক্টোবর থেকে পর্যায়ক্রমে বাংলাদেশিসহ প্রায় ৩২ হাজার বিদেশি কর্মী আসবে মালয়েশিয়ায়। দেশটির বৃক্ষরোপণ খাতের ঘাটতি দূর করতেই মূলত বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
 
ইতোমধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মতো দেশে থাকা কর্মীরা সবাই তাদের কোভিড-১৯ টিকা নেওয়া সম্পন্ন করেছেন। আমাদের স্থানীয় নাগরিকরা বৃক্ষরোপণ কাজে আগ্রহী না হওয়ায় আমরা বিদেশি কর্মীদের নিয়োগ দিচ্ছি। আমাদের বিশ্বাস স্থানীয়রাও ধীরে ধীরে এ কাজে পারদর্শী হয়ে উঠবে।

এছাড়া দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (এমওএইচআর) স্ট্যান্ডিং অর্ডার অব অপারেশন (এসওপি) খসড়া করেছে এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) কাছে একটি বিদেশি শ্রমিক কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে। যেখানে একসঙ্গে দুই হাজার শ্রমিক থাকতে পারবে।