ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৪ অক্টোবর ২০২১ রোববার
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও ১ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪৯৮ জন।
চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৮৭ জন। রবিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, শনিবার সকাল থেকে রবিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৫ জন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে ৪ হাজার ৩০১ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৮৭ জনের মধ্যে চলতি মাসে ১৮ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬০ জন।