চীনে অভিভাবকদের জন্যে অভিনব আইন পাস
সাতরং ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২৪ অক্টোবর ২০২১ রোববার
অভিভাবকদের জন্য অভিনব আইন পাস করেছে চীন। এখন থেকে ভালো কিংবা খারাপ, সন্তানের যেকোনো কর্মকাণ্ডের জন্য দায়ী করা হবে বাবা-মাকে। শুধু তাই নয়, পড়াশোনার জন্য সন্তানকে বাড়তি চাপ দিলেও পেতে হবে শাস্তি।
পড়াশোনার চাপ কমিয়ে ওই সময়ের মধ্যে শিক্ষার্থীদের বিশ্রাম ও ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার তাগিদ দিয়ে সম্প্রতি শিক্ষার্থীদের জন্য এই নতুন শিক্ষা আইন পাস করেছে চীন।
পড়াশোনার জন্য এখন থেকে চীনা শিশুদের আর কোনো চাপ দেয়া যাবে না। স্কুল শেষে বাড়তি সময়টুকু তারা বিশ্রাম নেবে অথবা ব্যায়াম ও খেলাধূলা করবে। সম্প্রতি শিক্ষার্থীদের উপর চাপ কমানোর জন্য নতুন আইন পাস করেছে চীনের মন্ত্রিসভা।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।নতুন আইন অনুসারে, শিক্ষার্থীদের ওপর বাড়ির কাজ ও স্কুল-পরবর্তী সময়ে বাড়তি পড়াশোনার চাপ না দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এক্ষেত্রে তাদের বাবা-মাকে বোঝানোর জন্য বিভিন্ন কর্মসূচি পালন করবে স্থানীয় সরকার। অবসর সময়ে অতিরিক্ত ইন্টারনেটের ব্যবহার কমিয়ে শিক্ষার্থীদের বিশ্রাম ও ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়াও সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনগুলোতে শিশুদের বাড়তি পড়াশোনা ও বাড়ির কাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে, নতুন নীতিমালা অনুসারে সন্তানের যেকোনো কর্মকান্ডের জন্য দায়ী করা হবে বাবা-মাকে।
শিশুরা কারও সঙ্গে খুব খারাপ আচরণ করলে অথবা কোনো অপরাধমূলক কাজে জড়ালে তাদের বাবা-মাকে শাস্তি ভোগ করতে হবে। এমনকি সন্তনের অতিরিক্ত ইন্টারনেট আসক্তির জন্যও অভিভাবকেই দায়ী করা হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি চীনা শিশুদের মধ্যে ইন্টারনেট ও অনলাইন গেমস খেলার প্রতি আসক্তি ঠেকাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছে চীন। এজন্য অনলাইনে গেমস খেলার সময় সীমিত করে শুধু শুক্র, শনি ও রোববার এক ঘণ্টার জন্য অনলাইন গেমস খেলার অনুমতি দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।