অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নতুন ডেঙ্গু আক্রান্ত ১৮৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার  

সর্বশেষ ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৫৫ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩৪ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছে ৮৩৮ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত  হয়ে হাসপাতালে মোট ২২ হাজার ৩১৯ জন ভর্তি হয়েছেন।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২১ হাজার ৩৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছেন। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৮৬ জন।