অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের বিপক্ষে নেই লঙ্কান রহস্য স্পিনার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার  

দুই মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিজের বোলিং দিয়ে নজর কাড়তে সামর্থ্য হয়েছেন মাহিশ থিকসানা। দুদিকে বল ঘোরানো ও গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত উইকেট এনে দেয়ার কারণে জাতীয় দলে জায়গা মজবুত করে নেন এই ডানহাতি। অজন্থা মেন্ডিস, আকিলা দনঞ্জয়াদের পথ ধরে শ্রীলঙ্কা পেয়ে যায় আরেকজন ‘রহস্য স্পিনার’।

বিশ্বকাপ বাছাইপর্বেও দারুণ ছন্দে ছিলেন থিকসানা। আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৫ রানে আট উইকেট নেন তিনি। লঙ্কানদের সহজে মূলপর্বে কোয়ালিফাই করার অন্যতম নায়ক ছিলেন এ ২১ বছর বয়সী স্পিনার।

তবে বাংলাদেশের জন্য সুখবর। মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেই ম্যাচে চোটের কারণে থাকছেন না থিকসানা। শ্রীলঙ্কার ক্যাম্প থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে সাইড স্ট্রেইনের কারণে এই স্পিনারকে নিয়ে প্রথম ম্যাচে ঝুঁকি নিতে চায় না তারা।

শ্রীলঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশা নিশ্চিত করেন থিকসানার চোটের বিষয়টি। প্রথম ম্যাচ না খেললেও মূলপর্বের বাকি ম্যাচ খেলবেন তিনি- এমনটা প্রত্যাশা করছে লঙ্কান ম্যানেজমেন্ট।

সংবাদমাধ্যমকে রাজাপাকশা বলেন, ‘তাকে প্রথম ম্যাচে খেলিয়ে বাকি ম্যাচে না পাওয়ার ঝুঁকি আমরা নিতে চাই না। আমি যতদূর জানি, সে প্রথম ম্যাচে খেলছে না। সুস্থ হয়ে বাকি ম্যাচগুলোতে খেলবে, তেমনটা আশা করছি।’

রবিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বের লড়াই শুরু করবে শ্রীলঙ্কা।