টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ গ্রেফতার
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, কক্সবাজার
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার
কক্সবাজারের টেকনাফ চাকমারকুল ক্যাম্পের রোহিঙ্গা ‘সন্ত্রাসী’ একরাম হাসান ওরফে মাস্টার একরামকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ অক্টোবর) ভোররাতে ক্যাম্পের বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. তারিকুল ইসলাম জানান, ভোররাতে চাকমারকুল ক্যাম্পের বি-ব্লকের সাবব্লক বি/৭ এর সামনে ৮-১০ জন অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দৌড়ে পালাতে থাকে।
তিনি জানান, এ সময় ধাওয়া করে দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী একরাম হাসান ওরফে মাস্টার একরামকে গ্রেফতার করে এপিবিএন সদস্যরা। সে চাকমারকুল ক্যাম্পের এ/২ ব্লক মৃত মো. ইউসুফের ছেলে। একরামের নামে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার একরামকে অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় এপিবিএন অধিনায়ক।