চট্টগ্রামে পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১ শতাংশ
স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার আপডেট: ০৩:৩৯ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। একই সময়ে করোনা সংক্রমিত হয়ে একজন মারা যান। পরীক্ষার বিপরীতে শনাক্ত ১ শতাংশ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২ হাজার ১২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রমিত হয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩১৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৬৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত আটজনই চট্টগ্রাম নগরের এবং পাঁচজন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া ব্যক্তিরা উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।