যেভাবে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার মূল্যায়ন
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পরীক্ষা ৫০ শতাংশ নম্বরের নেয়া হবে
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পর্যায়ের পরীক্ষাসমূহের মূল্যায়ন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পরীক্ষা ৫০ শতাংশ নম্বরের নেয়া হবে। সব বিষয়ে ৩ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টা এবং ২ ঘণ্টার পরীক্ষা ১ ঘণ্টা ৩০ মিনিটে শেষ করতে হবে।
আরও বলা হয়, প্রতিটি বিষয়ে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে দ্বিগুণ করে ফলাফল নির্ধারণ করা হবে।
এর আগে চলতি বছরের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার রূপরেখাও ঘোষণা করে সরকার। এতে বলা হয়, শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) ৩টি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে।
এ ছাড়া এবার আবশ্যিক ও চতুর্থ বিষয়ের পরীক্ষা নেয়া হবে না। শুধু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ের নম্বর ফলাফলে যোগ করা হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। এর প্রায় দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজে ক্লাস শুরু হয়। তবে প্রতিদিন সব শ্রেণিতে ক্লাস হচ্ছে না।
শুধু চলতি ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেয়া হচ্ছে। তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণিতে দুই দিন এবং অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের এক দিন করে ক্লাসে আসতে বলা হয়েছে।