অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ছয় বছর কোমায় থেকে মারা গেলেন স্যামসাং চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৫ অক্টোবর ২০২০ রোববার  

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন-হি রবিবার (২৫ অক্টোবর) মারা গেছেন। তার বয়স ছিলো  ৭৮ বছর।  ২০১৪ সালে হার্ট অ্যাটাকের পর থেকেই তিনি কোমায় ছিলেন।

স্যামসাং এক বিবৃতিতে জানিয়েছে, "চেয়ারম্যান লি একজন সত্যিকারের দূরদর্শী মানুষ ছিলেন যিনি স্থানীয় ব্যবসা থেকে স্যামসাংকে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন। আমরা সবাই তার অবদান স্মরণ করবো। 

লির পুত্র, জে ওয়াই লি, ২০১২ সালে ভাইস চেয়ারম্যান হওয়ার পর থেকে এই সংস্থার নেতৃত্ব দিচ্ছেন এবং ধারণা করা যায় তিনিই স্যামসাং -এর পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন।