অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩০ এএম, ১৭ অক্টোবর ২০২১ রোববার  

ফেভারিট হয়েই টুর্নামেন্টে এসেছিল ভারত। তবে ফাইনাল পর্যন্ত আসার পথটা তাদের জন্য ততোটা মসৃণ ছিল না। তবে ফাইনালে উঠে আর ভুল করেনি ভারত। দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্ব আবারও নিশ্চিত করেছে তারা। শনিবার রাতে ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ৮ম বারের মত সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো সুনীল ছেত্রির ভারত।

অন্যদিকে প্রথমবারের মতো সাফের ফাইনালে খেলেছে নেপাল। তবে প্রথম ফাইনালেই শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলোনা তাদের।

ফাইনালে ভারতের হয়ে গোল তিনটি করেন সুনীল ছেত্রি, সুরেশ ও সামাদ। কিছু সুযোগ হাতছাড়া না করলে গোলের ব্যবধান আরও বেশি হতে পারতো।

এই ম্যাচে গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮০তম গোল করে লিওনেল মেসিকে ছুঁলেন সুনীল ছেত্রি।