দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার আপডেট: ০২:৩১ পিএম, ১৫ অক্টোবর ২০২১ শুক্রবার
ঢাকাসহ অন্যান্য জেলা থেকে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা না পাওয়ার সংবাদ আসছে
দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। ঢাকাসহ অন্যান্য জেলা থেকে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা না পাওয়ার সংবাদ আসছে। শুক্রবার (১৫ অক্টোবর) ভোর থেকে গ্রাহকরা এই জটিলতায় পড়েছেন। এদিকে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সমস্যা সমাধানে কাজ চলছে।
গতকাল বৃহস্পতিবার কুমিল্লাসহ আশপাশের এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পরে ঢকা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুরসহ আরও কয়েকটি জায়গার গ্রাহকরা থ্রি জি ও ফোর জি ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধায় পড়েন।
এ বিষয়ে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। সমস্যাটি বেশিক্ষণ থাকবে না, সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।