অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নীতি ভঙ্গের অভিযোগে শিশুদের ৩ অ্যাপ সরালো গুগল

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার   আপডেট: ০২:৫৫ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

গুগলের অফিসিয়াল প্লে স্টোরে প্রায় ৩০ লাখ অ্যাপ আছে। যেখানে বিভিন্ন কারণে অনেক সময় কিছু অ্যাপ সরিয়ে দিয়েছে গুগল। কিন্তু সম্প্রতি যে কারণে তিনটি অ্যাপ সরানো হয়েছে তা উদ্বিগ্ন করে তুলছে সাধারণ মানুষকে। 

বোস্টনের ইন্টারন্যাশনাল ডিজিটাল একাউন্টেবলিটি কাউন্সিলের (আইডিএসি) এক গবেষণায় দেখা গেছে, বাচ্চাদের মাঝে তুমুল জনপ্রিয় তিনটি অ্যাপ গুগলের তথ্য সংগ্রহের নীতি ভঙ্গ করেছে। অ্যাপগুলো প্রাপ্ত তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছে। 

প্রশ্নবিদ্ধ এই তিনটি অ্যাপ হলো- প্রিন্সেস স্যালুন, নাম্বার কালারিং এবং ক্যাটস এন্ড কসপ্লে। সামগ্রিকভাবে তিনটি অ্যাপের গ্রাহক সংখ্যা প্রায় ২০ লাখ।  আইডিএসি এই তিনটি অ্যাপের বিরুদ্ধে তথ্য সংগ্রহ নীতি ভঙ্গের অভিযোগ আনলে সেগুলো সরিয়ে ফেলে গুগল। 

এ প্রসঙ্গে গুগলের এক মূখপাত্র জানান, রিপোর্ট পাওয়ার পর আমরা তিনটি অ্যাপ সরিয়ে দিয়েছি। যদি কোনো অ্যাপ আমাদের নীতিমালা ভঙ্গ করে তবে পরবর্তীতেও এভাবে সেগুলো সরিয়ে ফেলা হবে। পাশাপাশি অ্যাপ ব্যবহারে তথ্য ইনপুট করার বিষয়ৈ সাবধান হওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। 

যদিও অ্যাপগুলোর সাথে গুগলের কোনো সম্পর্ক নেই, তবে বিজ্ঞাপন বন্টন সম্পর্কিত মামলা চলাকালীন সময় এমন সমস্যা গুগলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:

৩ উপায়ে কেনা যাবে আইফোন ১২