সাফে বাংলাদেশের আজ বাঁচা-মরার লড়াই
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার
মাঝে ১৮ বছরের প্রতীক্ষা। ২০০৩ সালে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর থেকে শিরোপা খরা। এবারের লড়াইয়ে এখনও সুযোগ আছে বাংলাদেশের।
আজ ১৩ অক্টোবর, বুধবার মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াই বাংলাদেশের। প্রতিপক্ষ শক্তিশালী নেপাল। দুদলের মাঠের লড়াই শুরু আজ বিকেল ৫টায়। এ ম্যাচে জিতলে ফাইনালে উঠবে বাংলাদেশ।
ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন টি স্পোর্টস-এ।
এখন পর্যন্ত বাংলাদেশ, নেপাল, ভারত ও মালদ্বীপ চার দলের সামনেই ফাইনালের টিকিট ছিনিয়ে নেয়ার সুযোগ রয়েছে। নিজেদের শেষ ম্যাচে নেপালকে ধরাশায়ী করতে পারলে বাংলাদেশ সাত পয়েন্টের পুঁজি নিয়ে ফাইনালের টিকিট কাটবে। আর ড্র করলেই ফাইনালের টিকিট পাবে নেপাল।
আজ রাতে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করলেও ফাইনাল খেলবে মালদ্বীপ। আর শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে হলে ভারতকে জিততেই হবে। ম্যাচটি মাঠে গড়াবে রাত দশটায়।