ডেঙ্গুতে আজও দুইজনের মৃত্যু
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৭৮ জন।
সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৩৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ৭৫৮ জন, আর বাকি ১৭৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ২০ হাজার ৩৩৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৯ হাজার ৩২৩ জন।