অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০০টি ভেন্টিলেটর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার  

কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশকে ১০০টি ভেন্টিলেটর দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউনাইটেড স্টেটস এজেন্সিস ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-ইউএসএআইডি’র মাধ্যমে এসেছে এসব ভেন্টিলেটর।

যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, সম্পূর্ণ নতুন ও উচ্চ মানসম্পন্ন এই মেশিনগুলো বাংলাদেশে অগুনতি মানুষের জন্য জীবনদায়ী হয়ে উঠবে। কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে আমরা এক সঙ্গে লড়তে চাই।

গত বৃহস্পতিবার হযরত শাহজালাল বিমানবন্দরে ভেন্টিলেটরগুলো পৌঁছলে ঢাকায় মার্কিন দূতাবাসের মিশন উপ-প্রধান জোয়ান ওয়াগনার ও ইউএসএইডের ভারপ্রাপ্ত মিশন পরিচালক সেগুলো গ্রহণ করেন।
  
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এক টুইটে ভেন্টিলেটরগুলো আনার ও স্থাপনের প্রক্রিয়ায় সহায়তার জন্য বাংলাদেশ সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
 
মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্টেফেন ই বাইগান তার সাম্প্রতিক ঢাকা সফরে আমেরিকায় তৈরি ১০০টি ভেন্টিলেটর দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই ও জনস্বাস্থ্য উন্নয়নে দুই দেশের সমন্বিত প্রচেষ্টার অংশ হিসেবেই এগুলো দেওয়া হবে, বলেছিলেন তিনি।