অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গোল উৎসব করে বিশ্বকাপের পথে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫ এএম, ১০ অক্টোবর ২০২১ রোববার   আপডেট: ১০:৪৫ এএম, ১০ অক্টোবর ২০২১ রোববার

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। অ্যান্ডোরাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে থ্রি লায়নরা। এ জয়ে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার পথে আরও এগিয়ে গেল ইংলিশরা। ১৯ পয়েন্ট নিয়ে আই গ্রুপের শীর্ষে অবস্থান করছে গ্যারেথ সাউথগেটের দল।

নিজেদের মাঠে অ্যান্ডোরার বিপক্ষে ৪-০ গোলে জয়ের সুখস্মৃতি এখনো তরতাজা ইংল্যান্ডের। এবার সেই সুখস্মৃতি নিয়েই তারা আতিথ্য নেয় শক্তিমত্তায় ঢের পিছিয়ে থাকা দলটির মাঠে। ইংল্যান্ড তাদের চিরচেনা ৪-৩-৩ ফরমেশন নিয়েই মাঠে নামে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য থাকে তাদের নিয়ন্ত্রণে। পুরো ম্যাচে ৮৬ শতাংশ বলের নিয়ন্ত্রণ থাকে ইংল্যান্ডের দখলে। এরমধ্যে মোট বল পাস অতিথিদের পা থেকে আসে ৭০৩ বার। ১২ শটের মধ্যে ৮টিই অন টার্গেট। ম্যাচ শেষে ফলাফলও তাদের পক্ষেই।

১৭তম মিনিটে জেডন সাঞ্চোর অ্যাসিস্টে বেন চিলওয়েল লিড আনেন ইংল্যান্ডের হয়ে। যদিও গোলটি নিয়ে উঠেছিলো অফসাইডের প্রশ্ন। তবে ভিএআরে সব প্রশ্নই ভুল প্রমাণিত হয়। প্রথমার্ধ্ব শেষ হওয়ার কিছু আগে লিড দ্বিগুণ করে থ্রি লায়নরা। এবার ফিল ফোডেনের বাড়ানো বল গোলে রূপ দেন বুকায়ো সাকা।
 
প্রথমার্ধ্বের বাকি সময়টুকু হলুদ কার্ডের ছড়াছড়ি হলেও গোল আর হয়নি। বিরতির পর ফিরে আবারও আক্রমণে ধার বাড়ায় ইংল্যান্ড। ম্যাচের ৫৯তম মিনিটে সাঞ্চোর অ্যাসিস্টে স্কোরখাতায় নাম তোলেন তামি আব্রাহাম। ৩-০ তে এগিয়ে যায় অতিথিরা। ম্যাচের ৭৭তম মিনিটে ডি বক্সের ভেতর ফাউলের শিকার হন ফোডেন। তাতেই পেনাল্টি পায় ইংল্যান্ড। আর তা থেকে ওয়ার্ড প্রাউস দুইবারের চেষ্টায় ব্যবধান বাড়ান ইংলিশদের হয়ে।

এরপর ম্যাচের ৮৬ মিনিটে জন স্টোনের সহায়তায় জ্যাক গ্রিলিশ ব্যবধান ৫-০ করেন থ্রি লায়নদের হয়ে। সেই সঙ্গে বড় ব্যবধানের জয় নিয়ে ঘরে ফেরে গ্যারেথ সাউথগেটের দল।