বাছাই পর্বে ব্রাজিলের জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার আপডেট: ১২:৫৫ পিএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। পিছিয়ে পড়েও খেলার শেষ দিকে জোড়া গোল দিয়ে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এ নিয়ে টানা নয় ম্যাচে জয় পেলো দলটি।
যদিও খেলার শুরুর দিকে মাত্র ১১ মিনিটের মাথায় এগিয়ে যায় ভেনেজুয়েলা। দলের হয়ে এরিক রেমিরেজ গোলটি করেন। তারপর গোল শোধে মরিয়া চেষ্টা চালায় ব্রাজিল। তবে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৭১ মিনিট পর্যন্ত। খেলার ৭১ মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে গোল শোধ করেন মারকুইনহোস।
এরপর ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে, ৯৫ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন অ্যান্থনি।
নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলেননি ব্রাজিলের তারকা নেইমার।
এই জয়ে ৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এক ম্যাচ জিতলেই রেকর্ড সংখ্যকবারের মতো বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিবে ব্রাজিল।
ব্রাজিলের পরবর্তী ম্যাচ ১১ অক্টোবর কলম্বিয়ার মাঠে। তার পরের ম্যাচ উরুগুয়ের বিপক্ষে।