অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:০৭ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার  

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা ও  ইবতেদায়ি পরীক্ষা বাতিল হচ্ছে। বাতিলের সেই প্রস্তাবনা প্রধানমন্ত্রীর পাঠানো হয়েছে তার চূড়ান্ত অনুমোদনের জন্য। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সার-সংক্ষেপ পাঠানো হয়।  প্রধানমন্ত্রীর সম্মতি পেলে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা বাতিল করে তার পরিবর্তে স্কুলে বার্ষিক পরীক্ষার আদলে শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার চিন্তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।। ইতোমধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবারের জেএসসি এবং জেডিসি পরীক্ষাও বাতিলের ঘোষণা দিয়েছেন। এই দুই স্তরে প্রায় ৫৫ লাখ পরীক্ষার্থী আছে।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল করায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও বোর্ড পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনা থেকে সরে এসেছে। তার বদলে বার্ষিক বা সাময়িক পরীক্ষা নিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।