অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চতুর্থ দফা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:২৪ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার  

টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। বৃস্পতিবার (৭ অক্টোবর) নব-নির্বাচিত কমিটির পরিচালকদের ভোটে এককভাবে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

নির্বাচনের আগে তিনি জানিয়েছিলেন, এবার সভাপতি নাও হতে পারেন। তবে টানা চতুর্থবারের মতো তাকেই বিসিবির সভাপতির পদে বসালেন পরিচালকরা। 

২০১২ সালে সরকারের মনোনীত হয়ে বিসিবির সভাপতির আসনে বসেছিলেন নাজমুল হাসান পাপন। পরের বছর প্যানেল নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। চার বছর পর অর্থাৎ ২০১৭ সালেও একইভাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার আবারও একই পদে বসলেন আবাহনী লিমিটেডের এই কাউন্সিলর।

বুধবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে যৌথভাবে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন পাপন। ৫৭ ভোটের মধ্যে পেয়েছেন ৫৩টি। ফলে প্রথমবারের মতো নির্বাচনে জিতে বিসিবিতে এসেছেন পাপন। কারণ আগের দুই দফায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

নবনির্বাচিত পরিচালকরা দুপুরের দিকে আসেন মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে। পুরো স্টেডিয়াম জুড়েই নির্বাচিত পরিচালকদের সমর্থকরা আনন্দ মিছিল করেছেন।