বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপান-সিঙ্গাপুরের
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার আপডেট: ০১:২১ পিএম, ৬ অক্টোবর ২০২১ বুধবার
করোনা সংক্রমণের পর থেকে পাল্টে গেছে অনেক বৈশ্বিক হিসেব-নিকাশ। অনেক দেশের উপরই নেমে আসে ভ্রমণ নিষেধাজ্ঞার খড়গ। তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থাৎ সহজে অন্যান্য দেশে ভ্রমণ করা যায় এমন পাসপোর্ট তালিকায় বিষয়টি বিবেচনায় নেয়া হয়নি।
প্রতিবছরের মতো এবারও লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব এবং আবাসিক উপদেষ্টা সংস্থা হেনলি এন্ড পার্টনার্স প্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) প্রদত্ত তথ্যের ভিত্তিতে ২০০৬ সাল থেকে সংস্থাটি প্রকাশ করে আসছে কোন পাসপোর্ট সবচেয়ে বেশি শক্তিশালী।
হেনলি এন্ড পার্টনার্স এর ২০২১ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপান ও সিঙ্গাপুরের। দুটি দেশের পাসপোর্ট নিয়ে ১৯২টি দেশে ভিসা মুক্ত বা ভিসা অন এরাইভালে ভ্রমণ করা যায়।
এ তালিকায় আধিপত্য ধরে রেখেছে ইউরোপের দেশগুলোও। দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়ার সাথে আছে জার্মানি। তৃতীয় স্থানে আছে ফিনল্যান্ড, ইতালি, স্পেন ও লুক্সেবার্গ। তারপর আছে অস্ট্রিয়া ও ডেনমার্ক।
২০১৪ সালের এ তালিকায় সবার শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ২০২১ সালে দেশ দুটি অবস্থান করছে সপ্তম স্থানে।
ভিসা-মুক্ত ভ্রমণের হিসেবে তালিকায় সবার নিচে অবস্থান করছে আফগানিস্তান। তারচেয়ে উপরে আছে ইরাক, সিরিয়া, পাকিস্তান ও ইয়েমেন
বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়া যেতে পারেন ১৮টি দেশে। এছাড়া ২৬টি দেশে বাংলাদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা রয়েছে। আর ১৫৪টি দেশে যেতে হলে সবুজ পাসপোর্টে ভিসা থাকতে হয়।
২০২১ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট
১, জাপান, সিঙ্গাপুর (১৯২ দেশ)
২. জার্মানি, দক্ষিণ কোরিয়া (১৯০)
৩. ফিনল্যান্ড, ইতালি, স্পেন ও লুক্সেবার্গ (১৮৯)
৪. অস্ট্রিয়া ডেনমার্ক (১৮৮)
৫. ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, সুইডেন (১৮৭)
৬. বেলিজিয়াম, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড (১৮৬)
৭. চেক রিপাবলিক, গ্রিস, মাল্টা, নরওয়ে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য (১৮৫)
৮. অস্ট্রেলিয়া, কানাডা (১৮৪)
৯. হাঙ্গেরি (১৮৩)
১০. লিথুনিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া (১৮২)
সবচেয়ে দুর্বল পাসপোর্ট
১১৬. আফগানিস্তান (২৬)
১১৫ ইরাক (২৮)
১১৪ সিরিয়া (২৯)
১১৩. পাকিস্তান (৩১)
১১২. ইয়েমেন (৩৩)
১১১. সোমালিয়া (৩৪)
১১০ নেপাল, ফিলিস্তিন (৩৭)
১০৯. উত্তর কোরিয়া (৩৯)