অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাবির ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১ ডিসেম্বর

রাবি করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:০৪ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর। এর আগে আগামী ১০ অক্টোবর থেকে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল। বুধবার (৫ অক্টোবর) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের চলমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি শুরুর তারিখ, ভর্তির শেষ তারিখ ও ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১০ অক্টোবর থেকে শুরু হবে এবং ক্রমান্বয়ে বিভিন্ন ইউনিটের ফল প্রকাশিত হবে। ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর। এছাড়াও প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর ২০২১ নির্ধারণ করা হয়েছে।