অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪:১০ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৪:১১ পিএম, ৫ অক্টোবর ২০২১ মঙ্গলবার

চলতি বছর পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। এরা হলেন, সিউকুরো মানাবে, ক্লাউস হ্যাসেলমেন এবং জর্জিও প্যারিসি। তাদের মদ্যে একজন মার্কিন নাগরিক, একজন জার্মানির এবং অন্যজন ইতালির নাগরিক।

সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে। গত বছর পদার্থে নোবেল পুরস্কার পেয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী রজার পেনরোস, মার্কিন জ্যোতির্বিদ রেইনহার্ড গেঞ্জেল ও জার্মান পদার্থবিদ আন্দ্রিয়া ঘেজ।

গতকাল ৪ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে চলতি বছর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপৌসিয়ান। আগামী ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।