রাবির ভর্তি পরীক্ষা
প্রথম দিনে অনুপস্থিত ১০ হাজার
রাবি করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার আপডেট: ১১:০৫ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ জন শিক্ষার্থী। যা মোট আবেদনকারীর শতকরা ২৪ শতাংশের বেশি।
বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. একরামুল হামিদ।
সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শুরু হয় প্রথম শিফটের পরীক্ষা চলে সাড়ে ১০টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে ১টায় শেষ হয় এবং তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হয়ে ৪টায় শেষ হয়। এ পরীক্ষায় মোট ৪৪ হাজার ১৮৮ জন শিক্ষার্থী উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। যা মোট আবেদনকারীর শতকরা ৭৫.৬৭ শতাংশ।
প্রসঙ্গত; ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হবে আগামীকাল মঙ্গলবার। এ ইউনিটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। এবং আগামী ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।