ভারতের বিপক্ষে জামালদের একাদশে দুই পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার আপডেট: ০৪:৩৪ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
ভারত ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ অস্কার ব্রুজন। ফরোয়ার্ড পজিশনে সুমন রেজার পরিবর্তে তার বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড মতিন মিয়াকে এই ম্যাচে একাদশে রেখেছেন। আগের ম্যাচে বদলি হিসেবে খেলা সাদ উদ্দিন এবার একাদশ দিয়ে শুরু করছেন। প্রথম ম্যাচে একাদশে থাকা জুয়েল রানা এই ম্যাচে থাকবেন সাইড বেঞ্চে।
শ্রীলঙ্কার বিপক্ষে জিতে দিন পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে এক পয়েন্ট বাংলাদেশকে ফাইনালের পথে রাখতে পারে।
সেই হিসেবে অনেকে আজকের ম্যাচে দুই জন ডিফেন্সিভ মিডফিল্ডার খেলানোর সম্ভাবনা দেখছিলেন। জামাল ভূঁইয়ার পাশে আতিকুর রহমান ফাহাদ। তবে কোচ অস্কার অবশ্য ৪-১-৪-১ ফরমেশনই রয়েছেন আগের ম্যাচের মতো। একাদশে পরিবর্তনে তাই মনে হচ্ছে।
সেন্ট্রাল ডিফেন্সে থাকবেন তারিক কাজী ও তপু বর্মণ। দুই ফুলব্যাক হিসেবে আছেন ইয়াসিন আরাফাত ও বিশ্বনাথ ঘোষ। ডিফেন্স ও মিডফিল্ডের সেতুবন্ধন হিসেবে থাকবেন জামাল ভূঁইয়া। মিডফিল্ডে থাকছেন ইব্রাহীম, বিপলু, রাকিব ও সাদ। উপরের একা থাকবেন মতিন মিয়া। সাদ উদ্দিন মিডফিল্ডের পাশাপাশি রক্ষণেও খেলার অভিজ্ঞতা রয়েছে।
জ্বর কাটিয়ে এই ম্যাচে বদলি হিসেবে তালিকায় আছেন মিডফিল্ডার সোহেল রানা। জ্বরে আক্রান্ত আরেক ফুটবলার ডিফেন্ডার রেজাউল করিম গত ম্যাচের মতো এই ম্যাচেও স্কোয়াডে নেই।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের একাদশ:
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), ইব্রাহীম, বিপলু, সাদ উদ্দিন, রাকিব হোসেন ও মতিন মিয়া।