ঢাবিতে টিকাদান চলছে, চলবে ১৭ অক্টোবর পর্যন্ত
ঢাবি করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার আপডেট: ০১:০০ পিএম, ৪ অক্টোবর ২০২১ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া হচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় টিকাদানের এই কর্মসূচি শুরু হয়।
অনস্পট রেজিস্ট্রেশন করেও এখানে টিকা নেওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে বিশেষ অস্থায়ী ক্যাম্পে টিকা দেওয়া হচ্ছে। আবাসিক হল খোলার একদিন আগে টিকা কার্যক্রম শুরু করলো প্রতিষ্ঠানটি।
**ঢাবিতে সোমবার থেকে টিকাদান শুরু
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল ৫ অক্টোবর থেকে আবাসিক হল খুলে দেওয়া হবে৷ দীর্ঘ ১৮ মাস পর খুলবে বন্ধ থাকা হল।
ঢাবিতে টিকা দেওয়া চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। আর টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে ১ নভেম্বর থেকে।
ঢাবিতে করোনা প্রতিরোধী টিকাদান শুরু
চলবে ১৭ অক্টোবর পর্যন্ত
টিকা নেবেন শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী
টিকাদান কার্যক্রম শুরু সকাল ৯টায়
১ নভেম্বর থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে
শহীদ বুদ্ধিজীবী ডা. মুহাম্মদ মুর্তজা মেডিক্যাল সেন্টারে অস্থায়ী টিকা ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান৷ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় তাঁর সঙ্গে ছিলেন।
এ সময় উপাচার্য বলেন, 'শিক্ষার্থীদের কথা মাথায় রেখে করোনার টিকা দেওয়ার ব্যাবস্থা করেছি। স্বাচ্ছন্দ্যে, নির্ভেজালে শিক্ষার্থীরা এখানে এসে টিকা দিতে পারবে এবং দ্রুত সময়ের মধ্যে টিকা কার্যক্রমের আওতায় আসতে পারবে। যতো দ্রুত আমরা আমাদের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে পারব, তত দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারব।'
তিনি আরও বলেন, 'যারা টিকার এক ডোজ অন্য জায়গায় নিয়েছে, দ্বিতীয় ডোজ যেন এখানে (বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার) নিতে পারে সেজন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেছি। তাহলে শিক্ষার্থীদের টিকা নিতে আবার গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে না। তারা বলেছে, আমরা যদি ডাটাবেইজ তৈরি করে পাঠাই, তাহলে শিক্ষার্থীরা দ্বিতীয় ডোজ এখান থেকে নিতে পারবে। সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই সেবা গ্রহণ করে সুরক্ষা পাবে এবং আমরা সবাই আবার সশরীরে ক্লাসে ফিরতে পারব।'
টিকা নিতে অন-স্পট নিবন্ধন করা যাচ্ছে
সঙ্গে আনতে হচ্ছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র কার্ড
এনআইডি ছাড়া টিকা দেওয়া যাবে না
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র কার্ড দেখিয়ে শিক্ষার্থীরা অন-স্পট নিবন্ধনের মাধ্যমে প্রথম ডোজের টিকা নিতে পারবেন। এনআইডি ছাড়া এই মুহূর্তে টিকা নেওয়া যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত টিকাকেন্দ্রে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়/সরকারি কর্মচারী হাসপাতাল/শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট) নিবন্ধন করা সত্ত্বেও যারা এখনো টিকা গ্রহণ করতে পারেনি তারা এনআইডি, শিক্ষার্থীর আইডি কার্ড এবং টিকাকার্ড এনে টিকা নিতে পারবেন।
এর বাইরে অন্য কোনো কেন্দ্রে নিবন্ধন করা থাকলে শিক্ষার্থীদের সেখানেই টিকা নিতে হবে।
সাধারণত হাসপাতাল বা সরকারি প্রতিষ্ঠান ছাড়া টিকা কেন্দ্র খোলার অনুমতি দেয়না সরকার কিন্তু, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে এই টিকা কেন্দ্র খোলা হয়েছে।