অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাবির হল খুলছে ১১ অক্টোবর, ক্লাস শুরু চলতি মাসের ২১ 

জাবি করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২ অক্টোবর ২০২১ শনিবার  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল আগামী ১১ অক্টোবর খুলে দেওয়া হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল আগামী ১১ অক্টোবর খুলে দেওয়া হবে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল আগামী ১১ অক্টোবর খুলে দেওয়া হবে। ক্লাস শুরু হবে ২১ অক্টোবর। শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়া ও ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

**১ অক্টোবর জাবির হল খোলার সুপারিশ

এর আগে বৃহস্পতিবার ১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হল খোলার সুপারিশ আসে সর্বোচ্চ শিক্ষা পর্ষদের কাছ থেকে (একাডেমিক কাউন্সিল)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছিল, শিক্ষার্থীরা হলে প্রথম ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে অনলাইনে ক্লাস পরীক্ষায় অংশ নেবে। তাদের সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে।

অন্যদিকে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের চলমান চূড়ান্ত পরীক্ষা শেষে তাদেরকে পর্যায়ক্রমে যাতে হলে ওঠানো যায় সেই সুপারিশ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের ১৮ মাসের হল ফি মওকুফের বিষয়েও ভাবা হচ্ছে বলে জানানো হয়।

এরই মধ্যে হলগুলোকে শিক্ষার্থীদের বাসযোগ্য করতে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। দেয়াল সংস্কার ও রঙ করা হয়েছে।

এবার হলে কোনো গণরুম থাকছে না। যেসব শিক্ষার্থীর ছাত্রত্ব শেষ, তারা কেউ হলে উঠতে পারবেন না বলেও বিশ্ববিদ্যারয় প্রশাসন জানিয়ে দিয়েছে।

এর আগে শিক্ষার্থীরা আবাসিক হল ও ক্যাম্পাস খোলার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছিলেন। শিক্ষকরাও প্রতিবাদী প্রতীকী ক্লাস নিয়ে আসছিলেন।