ডেঙ্গু: সেপ্টেম্বরে মৃত্যু ২২, রোগী ৭৮৪১
অপরাজেয় বাংলা ডেস্ক
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার আপডেট: ০৭:০০ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার
সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৮৪১ জন
সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৮৪১ জন। যা কিনা চলতি বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী। অন্যদিকে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ১৪১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে,গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৩৬২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৭ হাজার ৩১৯ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু ৬৮ জনের।