সাফ ফুটবলের লড়াই শুরু হচ্ছে আজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার আপডেট: ০১:৫৫ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার
মালদ্বীপের রাজধানী মালেতে শুক্রবার (১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে উপমহাদেশের প্রধান ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশীপ। এবারের আসরের দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ অংশ নিচ্ছে।
স্বাগতিক মালদ্বীপ, বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা- এই পাঁচ দেশ রাউন্ড রবিন লিগভিত্তিক প্রতিযোগিতায় মুখোমুখি হবে।
আসরের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বিকেল ৫টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। রাত ১০টায় স্বাগতিক মালদ্বীপ ও নেপালের মধ্যকার ম্যাচ শুরুর আগে হবে ১০ মিনিটের উদ্বোধনী আয়োজন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বছর ঢাকায় হওয়ার কথা ছিল সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি।